ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প


৫ ডিসেম্বর ২০২২ ২০:৪৯

ফাইল ছবি

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।

ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ৯টা ২ মিনিট ৫৩ সেকেন্ডের সময় এই কম্পন অনুভূত হয়। এটির উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগর। ভুমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এদিকে ৫.২ মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দেশের কোথাও কেউ হতাহত হয়েছে এমন খবরও পাওয়া যায়নি।

আইএ/