ঢাকা বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১

করোনার মধ্যেই আবহাওয়ায় দুঃসংবাদ


১৫ এপ্রিল ২০২০ ১৭:৫৭

পৃথিবীজুড়ে চলছে করোনার প্রকোপ। এর মধ্যেই আবহাওয়ার পূর্বাভাসে জানা গেলো দুঃসংবাদ। এমনিতেই বাংলা বৈশাখ মাস শুরু হয়ে গেছে। তার মধ্যেই পূর্বাভাস খারাপ আবহাওয়ার। দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টি-কালবৈশাখীর আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে সেই এলাকাগুলোর নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেওয়া হয়েছে কালবৈশাখীর পূর্বাভাস।

এদিকে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার (১৫ এপ্রিল) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার অধিদফতরের ওয়েসাইটে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী বিভাগের জেলাগুলো, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ময়মনসিংহ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা ও ঢাকার আশপাশে অঞ্চলগুলো অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্মুখীন হতে পারে। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।