ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় জুম বাংলাদেশ’র বৃক্ষরোপণ কর্মসূচি


১০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২৩

ছবি-নতুনসময়

’আমরাই পাড়ি গড়তে সবুজ পৃথিবী’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার এভারগ্রীন জুম বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৫০০টি মেহগনি, তেতুল, চালতা, আমলকি, পেয়ারা, আকাশমনি, জাম্বুরা, লেবু, কামরাঙ্গা, বহেরা, অর্জুনসহ বিভিন্ন রকমের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় রাস্তার দুই ধারে এসব চারা রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বল্লমঝাড় ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ঝন্টু, উপদেষ্টা আব্দুল্লাহ আল তারিফ, ইবনুল হাসান, গাইবান্ধা এভারগ্রীন জুম বাংলাদেশ ফাউন্ডেশনের সমম্বনয়ক মো. মেহেদী হাসান, সাকু আহমেদ, নিশাদ বাবু, মানিক মিয়া, মেজবাউদ্দৌলা মারুফ,আলিফ হাসান, তুষার, তানান হাসান, রিয়াদ হাসান, পান্না ভট্টার্চাজ, দ্বীপ সাহা, সাদিয়া আরফিন প্রমুখ।