“লেভেলে নাই”গান নিয়ে ক্ষমা চাইলো জি সিরিজ

জি সিরিজ গত তিন যুগ ধরে বাংলাদেশের সংস্কৃতি অংগনে সুস্থ ধারার বিনোদন কন্টেন্ট উপহার দিয়ে যাচ্ছে। সম্প্রতি ঈদ উপলক্ষ্যে প্রচারিত “লেভেলে নাই” গান টি নিয়ে দেশের সঙ্গীত প্রেমীরা উদ্বেগ প্রকাশ করে অভিযোগ করেছেন।
জি সিরিজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ঈদের সময় অনেক গুলো কন্টেন্ট আপ করার কারনে ভুলক্রমে এই গান টি আপ করা হয়েছে। জি সিরিজ বিশ্বাস করে এই ধরনের গান আমাদের সংস্কৃতির সাথে কোন ভাবেই যায় না। জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভুইয়া খালেদ গত সাত সাত দিন ধরে অসুস্থ থাকায় এই গান জি সিরিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা বিষয়ে তিনি কিছুই জানতেন না বলেও দাবি করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, এই গান টি জি সিরিজের প্রোডাকশন ম্যানেজার মোঃ শফিউর রহমান নিজে ইচ্ছায় আপলোড করেছেন। যা তার ভুল সিদ্ধান্ত ছিল। তার এই ভুলের জন্য জি সিরিজ পরিবার দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।
নাজমুল হক ভুইয়া খালেদও এই ভুলের জন্যও দুঃক্ষ প্রকাশ করেছেন। সাইবার ক্রাইম ইউনিটের কথা মত এই ভিডিও আমরা আমাদের চ্যানেলে থেকে সরিয়ে দিয়েছি। ভবিষ্যতে সরকার ঘোষিত নিরাপদ ইন্টারনেট স্লোগানের সাথে একমত থেকেই আমরা ভাল ভাল কন্টেন্ট প্রচার করবো এবং অন্যদের এ ধরনের কন্টেন্ট আপ করা থেকে বিরত থাকার জন্যও জানিয়েছে জি সিরিজ।