হবু স্বামীকে নিয়ে উড়াল দিলেন সানাই
-640x360-2019-06-04-02-41-28.jpeg)
সানাই মাহবুব সুপ্রভা। সাবেক মন্ত্রীর বউ হবার খবর জানিয়েছিলেন মাত্র কদিন আগেই। এবার ঈদে শাশুড়ির কাছ থেকে শাড়ী উপহার পেয়েছেন বলে জানিয়েছেন। আর এ শাড়ী নিয়েই বেশ আনন্দিত সানাই।
সানাই বলেন, ঈদে সবাই তো নানা জিনিস উপহার দিচ্ছেন। প্রতিটি উপহারই আমার কাছে বেশ স্পেশাল তবে এবার আমার সব থেকে স্পেশাল গিফট হলো আমার শাশুড়ির দেয়া উপহার।
শাশুড়ির থেকে উপহার পেলেও সানাইয়ের ঈদ কাটবে এবার মালদ্বীপে। জানা গেছে গত দুই দিন আগে তার হবু স্বামীর সঙ্গে মালদ্বীপে গিয়েছেন তিনি। আর সেখানেই ঈদ করে ঈদের পরের দিন দেশে ফিরবেন।
এদিকে আসছে ঈদে নতুন মিউজিক ভিডিও নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন সানাই। সুদীপ কুমার দ্বীপের লিখা ‘দেশলাই’ শিরোনামের আইটেম ঘরণার এই গানটির ভিডিও নির্মাণ করেছেন এ কে আজাদ।
‘ফিগার আমার দেশলাই, সারাদেশে এমন পিস নাই, নেশারই রঙে নানান ঢঙে, নাচ না আমার সঙ্গে, রূপে আমার আগুন জ্বলে’ এমন কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবরিনা সাবা।
নতুনসময়/এনএইচ