ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


প্রেমিকের মানববন্ধন ‘আমার ভালোবাসার দাম দাও’ প্রেমিকার বাড়ির সামনে


৪ জুন ২০১৯ ০০:৩৮

নতুনসময় ছবি

দীর্ঘ আট বছর ধরে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎই বেঁকে বসেছেন প্রেমিকা। দীর্ঘদিনের ওই ভালোবাসার সম্পর্ক চুকিয়ে বাড়ির কথায় অন্য ছেলের সঙ্গে বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে৷ আর এটাই মেনে নিতে পারেননি প্রাক্তণ প্রেমিক৷

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে ধর্ণায় বসেছেন অনন্ত বর্মণ নামে ওই যুবক। যতক্ষণ পর্যন্ত তার প্রেমিকাকে ফিরে না পাবে,ততক্ষণ এমন বসে থাকবে এই যুবক বলে জানান।

ধূপগুড়ির ১ নম্বর ওয়ার্ডে রবিবার ওই ঘটনা ঘটে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ। ধূপগুড়ির ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনন্তের অভিযোগ, তার প্রেমিকা লিপিকা বর্মণ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে দীর্ঘ আট বছর মেলামেশা করেছেন। এতে দুই পরিবারের সম্মতিও ছিল। কিন্তু এখন হঠাৎই বেঁকে বসেছেন লিপিকা।’

নতুনসময়/আল-এম