ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


নায়িকা মাহির অন্ধকার জগৎ!


৩১ মে ২০১৯ ০৭:১৪

মাহিয়া মাহির অন্ধকার জগৎ-এর সব কাজ শেষ। এখন শুধু ছাড়পত্রের অপেক্ষা। ইতোমধ্যেই সেন্সর বোর্ডে জমা পড়েছে ছবিটি। বদিউল আলম খোকন পরিচালিত ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। এতে মাহি একজন গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করেন। গল্পের চরিত্রের প্রয়োজনে বেশ কয়েকটি লুকে অভিনয় করতে হয়েছে তাকে। ফলে নানান সময়ে ভিন্ন রূপে দেখা যাবে মাহিকে। মাহির বিপরীতে আছেন ডি এ তায়েব। তিনি গোয়েন্দা পুলিশের অফিসারের ভূমিকায় আছেন।

মাহি বলেন, এই ছবিতে আমার বেশ কয়েকটি গেটআপ পাবে দর্শক। গল্পটা সুন্দরভাবে ক্যামেরাবন্দি করতে পেরেছি আমরা। পরিচালক বদিউল আলম খোকন বলেন, এ সপ্তাহের শুরুর দিনেই সেন্সর বোর্ডে জমা দিয়েছি ছবিটি। বৃহস্পতিবারে সেন্সরে দেখার কথা রয়েছে। ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পাবে বলে আশা করছি।

কমল সরকারের কাহিনী ও গল্পে নির্মিত ছবিটির প্রথমে নাম ছিলো ‘কাঙাল’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অন্ধকার জগৎ : দ্য ডার্ক’।


নতুনসময়/এনএইচ