ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


প্রশংসিত শিল্পী আতিক শামস


৩০ মে ২০১৯ ০৯:৩২

নতুনসময় ছবি

তরুণ কণ্ঠশিল্পী আতিক শামস। কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে তার গাওয়া ‘ফিরে আয়’ শিরোনামে একটি গান। যার কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন আবিদ রনি।

ইতমধ্যেই গানটি বেশ প্রশংসিত হয়েছে। গানটি ব্যবহার করা হয়েছে ‘লাভ এডমিশন’ নাটকে। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাবিলা নুর। আফরোজা সুলতান পপি প্রযোজিত নাটকটি পরিচালনা করেছেন ওসমান মিরাজ।

গান প্রসঙ্গে আতিক শামস বলেন, গানটা স্যাড রোমান্টিক। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমার কাছে বাবার (আবিদ রনি) সব লেখা, সুর ও সংগীত আশীর্বাদ। আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই বাবাকে (আবিদ রনি) ও বিলিয়ন বিপু ভাইয়াকে।’ আবিদ রনি বলেন, গানটা একটা প্রেমের গল্পকে ঘিরে। একটা ঘুড়ি একটা সময় আকাশের অনেক উঁচুতে থাকে আবার একটা সময় ঘুড়ি আবার নিচেও থাকে। এই গল্পকে গিরে কথা, সুর ও সংগীত পরিচালনা করেছি। গানটিকে শ্রোতারা পছন্দ করেছে, যা আমার কাজের উত্সাহ। আশা করছি সামনে আরও ভালো ভালো কাজ উপহার দেব।’

নতুনসময়/আল-এম