বিয়ে করেছেন নায়িকা পপি, ঈদে হানিমুন!

ঢাকাই চলচ্চিত্রের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি। এই অভিনেত্রীকে কখনো দেখা গেছে প্রেমিকা চরিত্রে, কখনো বা হাজির হয়েছেন স্ত্রী হিসেবে।
তবে ব্যক্তি জীবনে এখনো সিঙ্গেল রয়েছেন এই নায়িকা। বিয়ে করবেন করবেন করে করা হচ্ছে না। তার বিয়ে নিয়ে আগ্রহের শেষ নেই ভক্ত-দর্শকের। বিভিন্ন সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পপিও রহস্য বাড়িয়েছেন বিয়ে নিয়ে।
সেই নায়িকাই বিয়ে করেছেন এমনকী হানিমুনেও যাচ্ছেন! অবাক হবার কিছু নেই। চিত্রনায়িকা পপি ঈদ উপলক্ষে একটি নাটকে অভিনয় করছেন। সেই নাটকের নাম ‘নায়িকার হানিমুন’।
এ নাটকে পপি জুটি বেঁধেছেন অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীরের সাথে। আপন হাসানের রচনায় এই নাটকটি পরিচালনা করেছেন আদিত্য জনি। নতুন দম্পতির হানিমুনকে কেন্দ্র করে হাস্যরসের চিত্রনাট্যে গড়ে উঠেছে এই নাটকের গল্প।
নির্মাতা নিশ্চিত করেছেন আসছে রোজার ঈদে বৈশাখী টিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ‘নায়িকার হানিমুন’।
নতুনসময়/এনএইচ