ঐশ্বরিয়াকে জড়িয়ে ধরে কাজলের কান্না

বলিউড অভিনেতা অজয় দেবগনের বাবা চিত্রপরিচালক, অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগনের শেষযাত্রায় বলিউডের নামীদামি তারকা সবাই হাজির হয়েছিলেন তাদের বাসভবনে।
ডিরেক্টর বীরু দেবগনকে শেষ শ্রদ্ধা জানাতে স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে অজয়-কাজলের বাড়িতে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেখানেই ঐশ্বরিয়াকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় কাজলকে। কাজলকে সান্ত্বনা দেন সাবেক বিশ্বসুন্দরী।
অন্তর্জালে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, স্ত্রী ঐশ্বরিয়ার পাশেই দাঁড়ানো অভিষেক। কাজলকে জড়িয়ে ধরে আছেন ঐশ্বরিয়া। কাজলের বাহু ছুঁয়ে সান্ত্বনা দিতে দেখা যায় অভিষেককেও।
প্রসঙ্গত, পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন বীরু দেবগন। ‘ক্রান্তি, ‘সৌরভ’ ও ‘সিংহাসন’ সিনেমায় অভিনয় করেন তিনি। ৮০টিরও বেশি চলচ্চিত্রে তিনি অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি করেছেন।
নতুনসময়/এনএইচ