ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


দ্বৈত গানে জুয়েল ও সামিনা চৌধুরী


২৭ মে ২০১৯ ১২:২০

ঈদ আয়োজন কে ঘিরে সম্প্রতি একটি নতুন গানে কণ্ঠ দিলেন সামিনা চৌধুরী ও হাসান আবিদুর রেজা জুয়েল। গানের শিরোনাম 'কি যে শুনতে চাও'।

আনিসুল ইসলামের কথা-সুরে দ্বৈত কন্ঠের এ গানটির সংগীত পরিচালনা করেছেন সামিনা চৌধুরীর ভাই পঞ্চম। গত ১৫ ও ১৬ মে মগবাজারের জাহিদ বাসার পংকজের স্টুডিওতে গানটির কন্ঠ ধারনের কাজ সম্পন্ন হয়।

'তুমি কি যে শুনতে চাও, সেই ভাবনাতে দুলি/ তুমি কি যে শুনবে না, আর আমি কি যে বলি/ এভাবেই প্রতিক্ষন-প্রতিনিয়ত/ মুখ থেকে বুকে, কথা রেখে পথ চলি' ।।ভাইয়ের সঙ্গীতে এমন কথার গানটিতে কণ্ঠ দিয়ে বেশ উচ্ছ্বসিত সামিনা। যথাযথ প্রচারণা পেলে গানটি শ্রোতামহলে সাড়া ফেলবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন গুণী এই গায়িকা।

বেছে বেছে কাজ করা হাসান আবিদুর রেজা জুয়েল এর ভালো গানের প্রতি আজন্ম দুর্বলতা। এমন একটি গানে সম্পৃক্ত হতে পেরে তিনিও আনন্দিত।

এ প্রসঙ্গে আনিসুল ইসলাম বলেন, 'কথা-সুর ভালো না লাগলে কখনো গান করেন না এই দুই শিল্পী। তারা সব সময় বলতেন, ভালো গান নিয়ে আসেন গেয়ে দিচ্ছি। গান ভালো হয়েছে কিনা জানিনা, তবে ওনাদের ভালো লেগেছে বলেই একটি গানের সৃষ্টি হয়েছে, এটুকু জেনেছি। সব মিলিয়ে শ্রোতারাই ভালো বলতে পারবেন গানটির ভালো-মন্দের ব্যাপারে। '
তিনি আরো জানান, এখন চলছে গানের ভিডিও নির্মাণের কাজ। সময় চূড়ান্ত না হলেও ঈদ-উল-ফিতর এ প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে 'কি যে শুনতে চাও'।

 

নতুনসময়/আইকে