ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


কাজের ফাঁকে নিক-প্রিয়াঙ্কার রোমান্স


১৮ মে ২০১৯ ২৩:৩০

মেট গালার মতো কান চলচ্চিত্র উত্‍সবেও প্রিয়াঙ্কার সঙ্গী নিক জোনাস। রেড কার্পেটে তিনি আমন্ত্রিত না হলেও, স্ত্রীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে তিনিও উপস্থিত ফ্রেঞ্চ রিভিয়েরায়। কাজের ফাঁকে শুক্রবার কানের রাস্তায় নিরিবিলিতে হেঁটে বেড়ালেন তারকা দম্পতি। তাঁদের ডে আউটের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন প্রিয়াঙ্কা নিজেই।

আইস ব্লু গাউনের সঙ্গে টিম আপ করেছিলেন সাদা লেসের বেল্ট এবং হ্যাট। সব মিলিয়ে পারফেক্ট রোম্যান্টিক লুকে পাওয়া গেল পিগি চপসকে। স্ত্রীর সঙ্গে সামঞ্জস্য রেখে নিকও পরেছিলেন ক্লাসিক সাদা স্যুট।

নতুনসময়/আইকে