স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এ টি এম শামসুজ্জামান

হাসপাতালে চিকিৎসাধীন শক্তিমান ও বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের লাইফ সাপোর্ট গতকাল খুলে দেওয়া হয়েছে। আজ তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। তিনি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন।
এটিএম শামসুজ্জামানের মেজো মেয়ে কোয়েলবলেন, আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের সঙ্গে বাড়ি ফিরতে পারেন। এছাড়া তার বাবাকে নিয়ে কোনো গুজব না ছড়ানোর অনুরোধও জানান তিনি।
২৬ এপ্রিল রাতে বাসায় অসুস্থবোধ করলে এ টি এম শাসুজ্জামানকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। শুরু থেকেই তিনি প্রফেসর ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
এর আগে কর্তব্যরত চিকিৎসক ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ মো. মতিউল ইসলাম গণমাধ্যমকে জানান, তবে এখনো আমরা তাকে বিপদমুক্ত বলতে পারছি না। কেননা তিনি মূলত বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। এই অবস্থায় সমস্যা একটি অঙ্গ থেকে অন্য অঙ্গে ছড়িয়ে পড়ে। কেবিনে দেওয়ার আগে পর্যন্ত আমরা কোনোভাবে বিপদমুক্ত বলতে পারছি না।
এদিকে শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বর্ষীয়ান এ টি এম শামসুজ্জামানের মৃত্যুর গুজব ছড়ায়।
নতুনসময়/আইকে