শাশুড়ির চেয়েও বয়সে বড় অভিনেতা মেয়ের জামাই

পৃথিবীর সকল বাধাকে উপেক্ষা করে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বায়ান্ন বছরের অভিনেতা মিলিন্দ সোমন এবং ২৬ বছরের মেয়ে অঙ্কিতা কোনওয়ার। দীর্ঘ চারবছর ধরে প্রেম করার পর, পরিবারকে মানিয়ে, সম্পন্ন হয়েছে তাদের শুভ পরিণয়। বহু প্রতীক্ষার পর বিয়ে সেরেছিলেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক মিলিন্দ সোমন। অঙ্কিতা বয়সে মিলিন্দের চেয়ে ২৯ বছরের ছোট।
২০১৮ সালে ২২ এপ্রিল এমনই এক গ্রীষ্মের দুপুরে নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবদের সামনে বিয়ে সেরে ফেলেন তাঁরা। উঠেছে অনেক আলোচনা, সমালোচনা। কিন্তু তাতে নব দম্পতি মোটেই কান দেননি। তৈরি করেছেন তাঁদের নিজের দুনিয়া। নিন্দুকদের মুখ বন্ধ করে, আজ তাঁদের সুখের সংসার।
তাদের হানিমুন ডাইরিজের বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় হয়ে গেল ভাইরাল। হানিমুনে একান্তে কাটাতে দুজনে পাড়ি দিয়েছিলেন হাওয়াইতে। সম্প্রতি দুজনেই সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি পোস্ট করেছিলেন।
বছর পূর্তিতে বেশ কিছু চমকপ্রদ গল্প শেয়ার করলেন অঙ্কিতা ও মিলিন্দ। অকপট মিলিন্দ জানালেন ২৬ বছরের বয়সের ফারাকই অঙ্কিতাকে তাঁর প্রতি আকর্ষিত করেছিল। কিন্তু অঙ্কিতার মা-বাবা? তাঁরা আপত্তি করেননি মেয়ের এই সিদ্ধান্তে? অঙ্কিতা জানান, মিলিন্দের কথা শুনে তাঁর মা প্রথমে একটু চমকে গিয়েছিলেন। ‘ব্যক্তি হিসেব ওকে মার খুবই পছন্দ। কিন্তু প্রথম দিকে একটু চিন্তিত ছিলেন।’ তাঁর মুখের কথা কেড়ে নিয়ে মিলিন্দ যোগ করেন, ‘আসলে ওর মা আমার থেকে দু’বছরের ছোট।’
নতুনসময়/এনএইচ