কোলের এই বাচ্চা আমার না: পরীমনি

ফুটফুটে শিশুকে কোলে নিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। সেই ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন ‘পরীর বাচ্চা তুই আমার’।
আর বিষয়টি নিয়েই চলছে আলোচনা-সমালোচনা। অনুসারীদের কেউ কেউ বেশ মজা করে কমেন্ট করছেন। কেউবা বাগদান ও বিয়ে প্রসঙ্গ তুলছেন। তবে অধিকাংশ কমেন্ট নেতিবাচক।
ছবির শিশুটি কার, কে তার বাবা-মা? এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জানাননি পরী। অনেক ভক্তই কমেন্ট বক্সে সে কথা বারবার জিজ্ঞেস করছেন। কিন্তু উত্তর খুঁজে পাচ্ছেন না তারা। তবে গণমাধ্যমকে পরী বলেছেন, এই বাচ্চা আমার না। আমার কাজিনের। এতো কিউট যে ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার লোভ সামলাতে পারিনি।
অনলাইনে মাঝেমধ্যেই ভিন্নধর্মী ছবি শেয়ার করেন পরীমনি। তবে এবারের এই ছবিটা নিয়ে ভক্তদের কৌতূহল একটু বেশিই দেখা গেছে।
নতুনসময়/এনএইচ