চলচ্চিত্রের দুর্দিনে সিনেবাজ’র যাত্রা শুরু

দেশীয় চলচ্চিত্র এখন ব্যাপক সংকটময় সময় পার করছে। ইতোমধ্যে লোকসান গুণতে গুণতে দেশের অনেক নামিদামি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান তাদের ব্যবসায় বাণিজ্য গুটিয়ে নিচ্ছে। চলচ্চিত্রকে পৃষ্ঠপোষকতা করে দেশে ও দেশের বাইরে এগিয়ে নেয়ার মতো প্রতিষ্ঠানের সংখ্যা এখন হাতে গোনা দু-একটি। তাই মান ঠিক রেখে ভালো মানের ছবি নির্মাণের উদ্দেশ্যে এবং প্রতিবছর একাধিক চলচ্চিত্র দর্শকদের কাছে পৌঁছে দিতে ‘সিনেবাজ ফিল্মস’ তার যাত্রা শুরু করেছে।
শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর হোটেল লি মিরিডিয়ানে হয়ে গেল এর জামজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চিত্রনায়ক ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
অনুষ্ঠানের শুরুতেই দর্শকপ্রিয় নির্মাতা ও ‘সিনেবাজ ফিল্মস’ এর ক্রিয়েটিভ ডিরেক্টর ইফতেখার চৌধুরী নতুন এই প্রযোজনা প্রতিষ্ঠানের সকলের সাথে মঞ্চে পরিচয় করিয়ে দেন। একে একে মঞ্চে হাজির হন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাম ইসলাম, চেয়ারপার্সন জ্যোৎস্না ইসলাম, অভিনেতা ও কোম্পানির ডিরেক্টর অফ কমিউনিকেশন স্বাধীন খসরু, কনসালটেন্ট রমিম রায়হান, মিউজিক সুপারভাইজার আহমেদ হুমায়ূন।
এ সময় চিত্রনায়ক ফারুক বলেন, আপনারা ছবি বানান আমি সব সময় আপনাদের সঙ্গে আছি। সিনেমা কিন্তু শুধু এফডিসির না। পৃথিবীতে যারা অভিনয় করেন তারা সবাই এক মায়ের সন্তান। সিনেমা আলাদা একটা পৃথিবী। কারণ, চলচ্চিত্র হচ্ছে পৃথিবীর অন্যতম শক্তিশালী মাধ্যম। এই প্রতিষ্ঠানের জন্য শুভ কামনা জানাচ্ছি।
‘সিনেবাজ ফিল্মস’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাম ইসলাম বলেন, বিদেশে থাকলেও আমি বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি। এখানের শিল্পী, কলাকুশলীরা অনেক মেধাবী। তাদের নিয়ে গুনগতমানের প্রোডাকশন নিয়মিত করতে চাই এবং বিশ্বের মানুষের কাছেও তা পৌঁছাতে চাই।
চেয়ারপার্সন জ্যোৎস্না ইসলাম বলেন, ছোটবেলা থেকেই বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের ছবি দেখে এসেছি। পরিচালক, প্রযোজকরা ভালো মানের ছবি উপহার দিয়েছেন। এখনো বিশ্বাস করি, আমরা ভালো কিছু কাজ এই সিনেবাজের মাধ্যমে দর্শকদের দিতে পারব।
ইফতেখার চৌধুরী বলেন, বর্তমানে ভালো মানের সিনেমা কম তৈরি হচ্ছে। যে সিনেমাটা শুধু দেশে না বাইরেও মুক্তি দিতে পারব আমরা সেই ধরনের ছবি দর্শকদের উপহার দিতে চাই। ভালো কিছু কনটেন্ট তৈরি করতে চাই সিনেবাজ থেকে। এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘পিকনিক’, ‘বিফোর ডন’সহ বেশকিছু নতুন ছবি শুরু করতে যাচ্ছি আমরা।
অনুষ্ঠানে গায়িকা মেহরীন, চলচ্চিত্র নির্মাতা ওয়াজেদ আলী সুমন, দেবাশীষ বিশ্বাস, চিত্রনায়ক ড্যানি সিডাক, বাপ্পি চৌধুরী, রোশান, চিত্রনায়িকা ববি, জলি, রাহা, আহমেদ হুমায়ূন, টাইগার রবিসহ অনেকেই উপস্থিত ছিলেন।