ভক্তদের সঙ্গে কথা বলতে অপেক্ষা করছেন জয়া আহসান

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দুই বাংলায় এখন নিয়মিত অভিনয় করছেন। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্র। অভিনয় করেছেন কলকাতার আঞ্চলিক সিনেমায়ও। স্বীকৃতি হিসেবে পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। ফলে সময়ের সেরা এই অভিনেত্রীর ভক্তের সংখ্যাও কম নয়।
সেই ভক্তদের সঙ্গে এবার সরাসরি কথা বলতে ও আড্ডা দিতে যাচ্ছেন জয়া আহসান। শনিবার (২৭ এপ্রিল) রাত ৮টায় যেকোনো বাংলালিংক নাম্বার থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই জয়ার সঙ্গে কথা বলা ও আড্ডা দেয়া যাবে। শুধু তাই নয়, জনপ্রিয় এ তারকাকে কোনো প্রশ্ন করার থাকলে, সেটিও জানা যাবে তার কাছ থেকেই।
এ বিষয়ে এক ভিডিও বার্তায় জয়া বলেন, আমি আপনাদেরই জয়া আহসান। ‘বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট দর্শকদের সঙ্গে আড্ডা দেওয়ার দারুণ একটা সুযোগ করে দিয়েছে। শনিবার রাত ঠিক ৮টায় আমি থাকছি বাংলালিংক স্টার জোন সার্ভিসে, থাকব শুধু আপনাদের সঙ্গে আড্ডা দিতে। বাংলালিংক স্টার জোন সার্ভিসে আমাকে শুনতে ভুলবেন না কিন্তু। আমি থাকব আপনাদের অপেক্ষায়।’