ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


চিত্রনায়িকা অধরার বাবা আর নেই


২৪ এপ্রিল ২০১৯ ০৫:৪৫

ছবি সংগৃহীত

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে চিত্রনায়িকা অধরা খানের বাবা সিরাজুল ইসলাম খান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অধরার পারিবারিক সূত্রে এই খবর নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, পরিবার নিয়ে শরীয়তপুরে বসবাস করতেন সিরাজুল ইসলাম খান। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বাবার মৃত্যুর খবরে শোকে স্তব্ধ অধরা। আজ রাতেই তিনি বাবাকে দেখতে শরীয়তপুর যাচ্ছেন। পরিবারের সবাই মিলে রাতে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

প্রসঙ্গত, ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত নায়ক ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় নতুন নায়িকা অধরা খানের। এ ছবিতে তার নায়ক ছিলেন বাপ্পি চৌধুরী। অন্যদিকে ২৬ অক্টোবর মুক্তি পায় তার দ্বিতীয় ছবি মাতাল। শাহীন সুমন পরিচালিত এই ছবিতে তিনি সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেছেন। পরপর দুই সপ্তাহে দুটি ছবি দিয়ে ঢাকাই সিনেমার আলোচিত নামে পরিণত হয়েছিলেন অধরা।

এরপর তিনি চুক্তিবদ্ধ হন ড্রিমগার্লসহ বেশকিছু ছবিতে।

নতুনসময় / আইআর