মুখ ও মুখোশ ছবির নায়িকার মেয়ে ভুলু বাড়ীর পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’

বাংলা চলচ্চিত্রের প্রথম ছবি মুখ ও মুখোশের নায়িকা কিংবদন্তী অভিনেত্রী বিলকিস বারী। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, শেষ বয়সে এই অভিনেত্রী মানবতের জীবন-যাপন পার করেছেন এবং তাঁর প্রস্থানের পর তাঁর মেয়ে ভুলু বারীও একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।
সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেল ৭১-এ সাংবাদিক রাশেদ আনিসের করা একটি প্রতিবেদন স্বপ্ন কর্তৃপক্ষের নজরে আসে, এবং স্বপ্ন এই শিল্পীর পরিবারের জন্য কিছু করার তাগিদ অনুভব করে। যেহেতু সুবিধাবঞ্চিত অভিনয় শিল্পীদের জন্য "অভিনয় শিল্পী সংঘ"- এর মাধ্যমে স্বপ্ন সুপারস্টোর থেকে এ মাসিক নিদৃষ্ট অংকের টাকার বিনামূল্যে বাজার করার সুবিধা স্বপ্ন করে দিয়েছে তাই স্বপ্ন যোগাযোগ করে অভিনয় শিল্পী সংঘের সদস্য ও টিভি অভিনেত্রী শামীমা তুষ্টির সাথে। এরপর তুষ্টিসহ অভিনেতা আহসানুল হক মিনু স্বপ্নকে এ ব্যাপারে সর্বাত্মক সহায়তা করেন যাতে ভুলু বারী স্বপ্ন থেকে প্রতিমাসে বিনামূল্যে বাজার করতে পারেন।
মহান অভিনেত্রী বিলকিস বারীর পরিবারের জন্য সামান্য কিছু করতে পারায় স্বপ্ন গর্বিত এবং স্বপ্ন-এর এই উদ্যোগে পাশে থাকবার জন্য ধন্যবাদ জানাতে চায় একাত্তর টেলিভেশনের স্টাফ রিপোর্টার রাশেদ আনিস, অভিনেত্রী শামীমা তুষ্টি এবং অভিনেতা আহসানুল হক মিনুসহ "অভিনয় শিল্পী সংঘ" -এর সকল সদস্যকে ।