নুসরাতকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

তৃণমূল প্রার্থী হিসেবে কলকাতার অভিনেত্রী নুসরাত ও মিমির নাম ঘোষণা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে তুলকালাম। এবার নুসরাতকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় গ্রেপ্তার হলো এক যুবক। সামনেই লোকসভা ভোট। রাজনীতির বাজার এখন গরম। কে কাকে কতটা পেছনে ফেলে এগিয়ে যেতে পারে সেটাই এখন দেখার বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোকসভার প্রার্থী ঘোষণার পরই হইচই শুরু হয়ে গিয়েছিল। হওয়ারই তো কথা। কারণ এবার যারা প্রার্থী হয়েছেন তারা তারকা।
কোনো সাধারণ মানুষ নন বা কোনো রাজনৈতিক ব্যক্তি নন। তারা হলেন টলিউডের অভিনেত্রী। সকলের চোখ তাদের ওপরেই। এর পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় তাদের নিয়ে ট্রল। মিমি হলেন যাদবপুরের তৃণমূলের প্রার্থী আর নুসরাত বসিরহাটের। আর এই ভোটে তাদেরকেই তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।
ট্রলিংতো সবারই হয়, বিশেষ করে তারকাদের। সম্প্রতি এক যুবক নুসরাতকে নিয়ে আপত্তিকর কিছু পোস্ট করেন। আর এটা দেখতে পান তৃণমূলের এক নেতা। পুলিশের কাছে ওই যুবকের নামে মামলা করেন। পরে পুলিশ যুবককে গ্রেপ্তার করে।
নতুনসময়/আইকে