সুস্মিতা শুচি-মোহিত খানের ‘নয়নের সেই সাধ’ অ্যালবাম আসছে

সুস্মিতা দেবনাথ শুচি ও মোহিত খানের নজরুলগীতির অ্যালবাম ‘নয়নের সেই সাধ’ আগামী ২১ মার্চ আনুষ্ঠানিকভাবে বাজারে আসছে। অ্যালবামটিতে গান রয়েছে ৯টি।
সুস্মিতা শুচি গেয়েছেন—‘উচাটন মন ঘরে রয় না’, ‘সখি সাজায়ে রাখ্ লো’, ‘মনে পড়ে আজ’ এবং ‘একি অসীম পিয়াসা’। মোহিত খান গেয়েছেন—‘শাওন আসিল ফিরে’, ‘বরষা ঐ এলো বরষা’, ‘মেঘ-বরণ কন্যা থাকে’ এবং ‘এ কোন মায়ায় ফেলিলে আমায়’। দুজন দ্বৈতকণ্ঠে ধারণ করেছেন ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়’। যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন।
আগামী ২১ মার্চ (বৃহস্পতিবার) ছায়ানটে অ্যালবামটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন খায়রুল আনাম শাকিল। অনুষ্ঠানে সুস্মিতা দেবনাথ শুচি এবং মোহিত খান গানগুলো পরিবেশন করবেন বলেও জানা গেছে।