ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


রিলিজ হয়েছে আশিকের ‘কৃষ্ণ হইতে সাধ জাগে


১০ মার্চ ২০১৯ ০৩:৩০

রিলিজ হয়েছে মিউজিক ভিডিও ‘কৃষ্ণ হইতে সাধ জাগে’। এ প্রজন্মের জনপ্রিয় ফোক শিল্পী আশিকের কণ্ঠে নতুন এই মিউজিক ভিডিওটি গত রাতে রিলিজ হয়েছে ইউটিউব চ্যানেল এবিসিবাংলা টিভিতে । গানটি লিখেছেন লেখক, সাংবাদিক রুদ্র মিজান। সুর দিয়েছেন অতনু তিয়াস।

গান শুনতে এখানে ক্লিক করুন

মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন হুমায়ূন আহমেদের নন্দিত নরকের নায়িকা হিসেবে খ্যাত সুমনা সোমা, ঢাকার চলচ্চিত্রের নায়ক সাইফ খান ও মডেল স্নেহা।

গানটি প্রসঙ্গে আশিক বলেন, অনেক যত্ন করে এটির সুর ও সংগীতের কাজ করা হয়েছে। আর রুদ্র মিজানের লিরিকগুলোও বেশ। আশা করছি সংগীতপ্রেমীদের মনে গানটি স্থান করে নেবে।

একইভাবে সুমনা সোমা জানান, গানের প্রতিটি শব্দ প্রেমিক হৃদয় ছুঁয়ে যাবে। মিউজিক ভিডিওর দৃশ্য ধারণেও গানের কথাকে গুরুত্ব দেয়া হয়েছে। এতে দর্শকরা নতুনত্ব পাবে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নিয়েছিলেন আশিক। এরপর একাধারে বেশকিছু অ্যালবামে কাজ করেছেন তিনি। শাহ আবদুল করিমের অনেক গান এই সময়ের শ্রোতাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন আশিক। অ্যালবামের পাশাপাশি দেশ ও বিদেশের বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন তিনি। এছাড়া টেলিভিশন লাইভ অনুষ্ঠানগুলোতেও প্রায়ই অংশ নিতে দেখা মেলে তার।