ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


জুটি বাঁধছেন সালমান-ক্যাটরিনা


৫ মার্চ ২০১৯ ০৩:৩৭

পরিচালক সঞ্জয় লীলা বানশালি নির্মাণশৈলীর পরিচয় দিয়েছেন বেশ কয়েকবার। তবে এই বরেণ্য পরিচালক দীর্ঘ ক্যারিয়ারে বলিউডের প্রভাবশালী সুপারস্টারদের মধ্যে দুই খানের সঙ্গে কাজ করেছেন মাত্র একবার করেই।

১৯৯৯ সালে 'হাম দিল দে চুকে সানাম' ,ছবিতে সালমান খান ও ২০০২ সালে শাহরুখকে নিয়ে নির্মাণ করেছিলেন দেবদাস ছবিটি। এরপর আরো বেশ কয়েকটি ব্যবসা সফল ছবি উপহার দিলেও এই দুই খানের সঙ্গে কাজ করা হয়ে উঠেনি আর।


সম্প্রতি শোনা যাচ্ছে, আবারো একসঙ্গে কাজ করতে চলেছেন বানশালি ও সালমান খান। একটি রোমান্টিক নির্ভর গল্পে পরবর্তী ছবি নির্মাণ করতে যাচ্ছেন বানশালি। আর তার জন্য যোগাযোগ করেছেন সালমান খানের সঙ্গে।

সালমান বর্তমানে কাজ করছেন 'দাবাং৩' ছবিটিতে। সে ছবির শুটিং শেষ হলেই বানশালির জন্যে কাজ শুরু করবেন। তবে নায়িকা হিসেবে বানশালির পছন্দের তালিকায় দীপিকা পাডুকোন থাকলেও একটি ম্যাগাজিনের বরাত দিয়ে জানা গেছে বানশালির ছবিতে নিজের বিপরীতে ক্যাটরিনাকে চাইছেন সালমান।

আর তেমনটা হলে বানশালির ছবিতে একসঙ্গে রোমান্স করতে দেখা যাবে এই জুটিকে।

নুতুনসময় / আইআর