ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


নায়ক ফারুক আমার পীর ছিলেন : মিশা সওদাগর


১৬ মে ২০২৩ ১৯:৫০

চিত্রনায়ক ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান (ফারুক) সম্মানের দিক থেকে আমার কাছে ছিলেন একজন পীর সমতুল্য বলে মন্তব্য করেছেন বাংলা সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর।

তিনি বলেন, চিত্রনায়ক ফারুক ছিলেন অত্যন্ত অমায়িক মানুষ।

মঙ্গলবার (১৬ মে) দুপুর ১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ফারুকের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পীর শব্দের অর্থ আমি জানি না। তবে আমরা জানি, পীর মানে যাকে মান্য গণ্য করা যায়, যিনি মুরুব্বি। আমি সবসময় ফারুক ভাইকে বলতাম আপনি আমার পীর সাহেব।

ফারুক ভাইয়ের মতো এমন মানুষ আমি আর দ্বিতীয়জন দেখিনি উল্লেখ করে মিশা সওদাগর বলেন, ফারুক ভাই কারো ওপর যদি তিনি রাগ করতেন, আর সেই ব্যক্তি যদি একবার সামনাসামনি এসে সরি বলতেন, তাহলে নিমিষেই ফারুক ভাইয়ের রাগ পানি হয়ে যেত। এমনকি তাকে বুকে জড়িয়ে নিতেন।