যশের জন্মদিনে ভালোবাসার বার্তা দিয়ে সিক্রেট ফাঁস করলেন নুসরাত

টালিউডের জনপ্রিয় নায়ক যশ গুপ্তের জন্মদিন আজ। বিশেষ এই দিনে ‘প্রেমিককে’ ভালোবাসার বার্তা দিয়েছেন নায়িকা নুসরাত। তারা পরস্পরকে কী বলে সম্বোধন করে সেই সিক্রেটও ফাঁস হলো নুসরাতের ইনস্টাগ্রাম পোস্টে।
যশের জন্মদিনে দুজনের ঘনিষ্ঠ একটি ছবি পোস্ট করেছেন নুসরাত।
আর সেই ছবিটিতে যশকে বার্তা দিয়ে নুসরাত লিখেছেন—'শুভ জন্মদিন যড়হ (যড়হবু) যশ দাশগুপ্ত, আনন্দে ভরে উঠুক জীবন। অনেক ভালোবাসা'।
নুসরাতের এ বার্তার জবাবে যশ লেখেন— ‘ধন্যবাদ যড়হ (যড়হবু)’। সঙ্গে একটা লাল হৃদয়ের ইমোজি জুড়ে দেন যশ।
প্রসঙ্গত, যশ-নুসরাতের সম্পর্ক আজও স্পষ্ট নয়। গত বছর আগস্টে নুসরাতের সন্তান হয়। এই সন্তানের পিতার নাম যশ লেখা। নুসরাতের সাবেক স্বামী নিখিল সন্তানের পিতৃত্ব অস্বীকার করে নুসরাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।
এর পর থেকে যশের তত্ত্বাবধানে নুসরাতের সন্তান পৃথিবীর আলো দেখে। তার পরিচয়েই বড় হচ্ছে নুসরাতের ছেলে। প্রকাশ্যে বহুবার যশকে নিজের ‘স্বামী’বলেও সম্বোধন করেছেন নুসরাত।