ঢাকা বুধবার, ১৫ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


সালমান খানকে হত্যার জন্য নিয়োজিত ছিল কিশোরসহ দুজন


৮ অক্টোবর ২০২২ ০৯:২১

বলিউড তারকা সালমান খানকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় দিল্লি পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমটি জানায়, গত ৯ মে মোহালিতে পাঞ্জাব পুলিশের সদর দপ্তরে গ্রেনেড হামলার ঘটনায় সম্পৃক্ত অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। এই কিশোর উত্তরপ্রদেশের ফৈজাবাদের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে সালমানকে হত্যার হুমকি দেওয়ার সঙ্গেও সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে। ওই কিশোর ছাড়াও দিল্লি পুলিশের স্পেশাল সেল ৪ আগস্ট হরিয়ানায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধারের ঘটনায় আরশদীপ সিং নামে অপর একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশের জানায়, লরেন্স বিষ্ণোই এবং জগ্গু ভগবানপুরিয়া সিন্ডিকেট দীপক সুরকপুর (বর্তমানে পলাতক) ও মনু ডাগরকে (কারাগারে) অভিনেতা সালমান খানকে ‘শেষ’করে দেওয়ার দায়িত্ব দিয়েছিল।

এছাড়াও এক পুলিশ কর্মকর্তা জানায়, পাঞ্জাব পুলিশের গোয়েন্দা সদর দপ্তরে যে গ্রেনেড হামলা হয়েছিল সেটি পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সহযোগিতাপ্রাপ্ত বাব্বর খালসা ইন্টারন্যাশনালের (বিকেআই) এবং স্থানীয় সন্ত্রাসীদের মাধ্যমে ঘটেছিল।