ফের করোনায় আক্রান্ত বলিউডের 'বিগ বি'

দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। তবে করোনার কোনো উপসর্গ দেখা গেছে কিনা, শারীরিক অবস্থা কেমন আছে, সে বিষয়ে বিস্তারিতভাবে কিছুই জানাননি বলিউডের এই কিংবদন্তী অভিনেতা।
মঙ্গলবার রাত ১১টা ২৫ মিনিট একটি টুইটবার্তায় তিনি জানান, দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছি। আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার ধারেকাছে এসেছিলেন এবং সংস্পর্শে এসেছিলেন, তারা দয়া করে পরীক্ষা করিয়ে নিন।
উল্লেখ্য, ২০২০ সালের করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের সময়ও আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। প্রথমে অমিতাভের ছেলে অভিষেকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। তার পর অমিতাভ ও অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়াও করোনায় আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল শাহেন শাহকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস