ঢাকা সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


১০০ নয়, অনন্তর ‘দিন: দ্য ডে’র বাজেট ছিল ৪ কোটি!


২৩ আগস্ট ২০২২ ০৯:৩৩

বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত অনন্ত জলিলের আলোচিত সিনেমা ‘দিন: দ্য ডে’এর বাজেট ১০০ নয় বরং ৪ কোটি ছিল।

তবে শুরু থেকে এ সিনেমার বাজেট ১০০ কোটি টাকা বলে দাবি করে আসছেন অভিনেতা, প্রযোজক, পরিচালক অনন্ত জলিল।

সোমবার (২২ আগস্ট) রাতে নিজের ইনস্টাগ্রামে ‘দিন: দ্য ডে’ সিনেমার ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম সিনেমাটির চুক্তিপত্র প্রকাশ করেন। বাজেটের চুক্তিপত্র অনুযায়ী ৫ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা উল্লেখ রয়েছে। যা ২০১৮ সালে হওয়া করা হয়েছিল।

অনন্তের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, চুক্তিপত্রে সিনেমার সর্বমোট বাজেটের অর্থ ৬টি কিস্তিতে পরিশোধের কথা রয়েছে অনন্ত জলিলের। কিন্তু অনন্ত বকেয়া অর্থ পরিশোধ না করেননি।

এছাড়াও অনন্তের বিরুদ্ধে চিত্রনাট্য ও শুটিং লোকেশন পরিবর্তনসহ একাধিক অভিযোগ তুলেছেন তিনি।

এর চারদিন আগে নির্মাতা জমজম ইনস্টাগ্রামে আরেক পোস্টে জানান, তিনি ও অনন্ত যে পরিকল্পনা করেছিলেন তা ভেঙেছেন অনন্ত। ইরান ও বাংলাদেশের আদালতে অনন্তর বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান এই নির্মাতা।

উল্লেখ্য, ঈদুল আজহায় সারাদেশে মুক্তি পায় অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’ সিনেমাটি। এতে ইরান, আফগানিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের শিল্পীরা অভিনয় করেছেন। মুক্তির পর সিনেমাটি নিয়ে আলোচনা ও সমালোচনা দুইটিই হয়েছে।