ঢাকা সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


আপনার অদৃশ্য স্নেহ আমাকে সামনে এগোতে সাহায্য করছে : শাকিব খান


২২ আগস্ট ২০২২ ০৪:০০

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। দিনটিতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন ভক্ত ও সিনেমা অঙ্গনের মানুষ।

তার মৃত্যুতে অভিভাবক হারিয়ে স্তব্ধ হয়ে গিয়েছিলেন সুপারস্টার শাকিব খান।

নায়করাজের স্মরণে শাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘চোখের সামনে না থাকলেও আপনার অদৃশ্য স্নেহ সবসময় আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে; ততদিনই নায়করাজ রাজ্জাক আমাদের সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন। আপনার আত্মার শান্তি কামনা করি। শান্তিতে থাকুন আমাদের নায়করাজ।’

অভিনয় দক্ষতা দিয়ে নানান বয়সী দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন নায়করাজ রাজ্জাক। সেলুলয়েডের ফিতায় বন্দি তার অসংখ্য অমর চরিত্র আজও দর্শকদের স্মৃতিকাতর করে। ২০১৭ সালের ২১ আগস্ট সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। নায়করাজ রাজ্জাকের মতো কিংবদন্তি নায়ক আর হয়তো আসবে না। তার মতো এমন অভিভাবক আর হয়তো পাবে না ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ।