ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


সোনম কাপুরের কোল জুড়ে এলো ফুটফুটে রাজপুত্র


২১ আগস্ট ২০২২ ০৩:৪৭

মা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর।

আজ শনিবার তার কোলজুড়ে একটি ফুটফুটে ছেলে সন্তান এসেছে। এ খবর নিশ্চিত করেছেন সোনম নিজেই। খবর এনডিটিভির।

এর আগে, গত ২১ মার্চ সন্তানধারণের সুখবর দিয়েছিলেন সোনম কাপুর। তিনি অন্তঃসত্ত্বা হওয়ার আগে থেকেই স্বামীর সঙ্গে লন্ডনের নটিং হিলে বসবাস করছেন। সেখানকার একটি হাসপাতালেই সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৮ সালে ধনাঢ্য ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর। জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছিল তাদের বিয়ে। মা হওয়ার জন্য অনেকদিন ধরে সিনেমার কাজ থেকে দূরে রয়েছেন সোনম।