ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


সাকিবের সঙ্গে বিয়ের খবর দিলেন নায়িকা ববি


১৯ আগস্ট ২০২২ ২২:৩৯

অবশেষে গুঞ্জনটিকে সত্যি করে প্রেমের কথা প্রকাশ্যে আনলেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা ইয়ামিন হক ববি। জানালেন, কার সঙ্গে এতোদিন ধরে চুটিয়ে প্রেম করে যাচ্ছেন।

শুধু প্রেমের খবরই নয়; বিয়ের খবরও জানালেন ঢাকাই ছবির অ্যাকশন জেসমিন।

প্রেমের কথা স্বীকার করে ববি বলেন, প্রযোজক সাকিব সনেটের সঙ্গেই হৃদয়ের লেনাদেনা করছেন তিনি। তবে প্রেম গোপন রাখলেও বিয়ের বিষয়টি গোপন রাখেননি তিনি। কারণ সাকিবের সঙ্গে এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি।

বৃহস্পতিবার ববির জন্মদিন উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা জানান সাকিব সনেট। ববির সঙ্গে দাঁড়িয়ে আছেন এমন ছবি ফেসবুকে পোস্ট করে রোমান্টিকতায় পূর্ণ ক্যাপশন লেখেন সাকিব সনেট।

তিনি লেখেন, ‘এটা তোমার জন্মদিন, কিন্তু আমিই সেই, যার সবচেয়ে বেশি উদ্যাপন করা উচিত। পৃথিবীতে আমার প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল। তোমার হাসি উদ্যাপনের কারণ। তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আমি খুব খুশি যে তুমি পৃথিবীতে এসেছিলে এবং আমি আরও বেশি খুশি যে তুমি আমার পৃথিবীতে এসেছিলে। শুভ জন্মদিন ইয়ামিন হক ববি।’