ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আলমগীর


২০ এপ্রিল ২০২১ ২২:৪৫

করোনাভাইরাসে আক্রান্ত চিত্রনায়ক আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্ত্রী কিংবদন্তি গায়িকা রুনা লায়লা।

গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা। তাদের সঙ্গে একইভাবে টিকা গ্রহণ করেন আলমগীরের তিন সন্তান মেহরুবা আহমেদ, আঁখি আলমগীর ও তাসবির আহমেদ।

কিন্তু আর ভ্যাকসিন নেয়ার সপ্তাহ না পেরোতেই করোনায় আক্রান্ত হলেন আলমগীর।

মঙ্গলবার তার করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী গায়িকা রুনা লায়লা।

মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে রুনা জানান, আলমগীরের করোনা রিপোর্ট পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি ভালো আছেন। তার দ্রুত করোনামুক্তি জন্য সবাই দোয়া করবেন। আমাদের সবার দোয়ায় তিনি হয়তো দ্রুত সুস্থ হয়ে উঠবেন।