গায়িকা বিউটির অবস্থা আশঙ্কাজনক

বিউটি খান। সঙ্গীতাঙ্গনের উঠতি গায়িকা। লক্ষ্মীপুরের মেয়ে বিউটি এরই মধ্যে ব্যস্ত হয়ে উঠছিলেন বিভিন্ন স্টেজ শো নিয়ে। তেমনি একটি শো করার কথা ছিল কক্সবাজারে। টিম নিয়ে ঢাকা থেকে রওনা হয়েছিলেন শোয়ের উদ্দেশে। কিন্তু পথেই থেমে গেল তাদের যাত্রা।
শনিবার (১৩ মার্চ) ভোর ৫টা ২৫ মিনিটে চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনার মুখে পড়ে বিউটিদের বহন করা মাইক্রোবাসটি। ঢাকামুখী একটি লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় এটি। ঘটনাস্থলেই প্রাণ হারান দুই যন্ত্রশিল্পী হানিফ ও পার্থ গুহ। গুরুতর আহত হন গায়িকা বিউটি।
আহত বিউটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে পোস্ট করেছেন তার শুভাকাঙ্ক্ষিরা।
এদিকে হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইছহাক জানান, চালকসহ ৮ জন নিয়ে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল মাইক্রোবাসটি। চট্টগ্রামের মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।