ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


পারিশ্রমিক পাননি দীঘি!


১২ মার্চ ২০২১ ০১:২১

দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বহুল আলোচিত-সমালোচিত চলচ্চিত্র ‘তুমি আছো তুমি নেই’ মুক্তি পাচ্ছে শুক্রবার (১২ মার্চ)। এ ছবিটির মাধ্যমেই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী দীঘি। ইতোমধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছে।

সিনেমাটির ট্রেলার দেখে কিছুটা আক্ষেপ প্রকাশ করায় দীঘির নামে কোটি টাকার মানহানি মামলা করেছেন বলে দাবি করেছেন পরিচালক ঝন্টু।

অথচ মাত্র একদিন পর মুক্তি পেতে যাওয়া এই ছবিটির পুরো পারিশ্রমিক পাননি দীঘি। বৃহস্পতিবার (১১ মার্চ) বিষয়টি গণমাধ্যমে জানান দীঘির বাবা ও অভিনেতা সুব্রত।

তিনি বলেন, ‘আগামীকাল ছবিটি মুক্তি পাচ্ছে। অথচ এখনও পুরো পারিশ্রমিক পরিশোধ করা হয়নি। আর ঝন্টু ভাইয়ের মতো একজন অভিজ্ঞ লোক যে আচরণ করছেন তা কখনই কাম্য নয়। এতোদিন ছবিটি নিয়ে যা হলো- তা নিয়ে কথা বলতে ছবির প্রযোজক সিমি এবং তার স্বামীর নাম্বারে অনবরত কল করেছি, কিন্তু কেউই ফোন রিসিভ করেননি।’

দেলোয়ার জাহান ঝন্টুর উদ্দেশ্যে সুব্রত আরও বলেন, ‘তিনি সিনিয়র নির্মাতা। তার কথায় সব করেছি। তবুও পারিশ্রমিক এখনও পরিশোধ হয়নি। আজকে না কালকে, এরকম অনেক হয়েছে। তবুও মেনে নিয়েছি। শুধু আমার মেয়ে না। আমি নিজেও ক্যারিয়ারে প্রথমবার ঝন্টু ভাইয়ের নির্দেশনায় কাজ করেছি।’

দীঘির পুরো পারিশ্রমিক না দেয়ার অভিযোগ নিয়ে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার প্রযোজক সিমি ইসলাম কলি বলেন, ‘দীঘির পুরো পারিশ্রমিক পরিশোধ করা হয়নি। ১ লাখ টাকা বাকি আছে। কিন্তু তার সাথে আমার চুক্তি হয়েছিলো যে তার কাজ শেষ হবে, তারপর পাওনা টাকা সে নিয়ে যাবে। তার সাথে এভাবেই কথা ছিলো। একদিনের শুটিং বাকি ছিলো, একটা গানের কিছু অংশ শ্যুট করার কথা ছিলো। কিন্তু দীঘি কথামত সেই সময় দেয়নি।’

পাশাপাশি দীঘির বাবা সুব্রতর ফোন কল দেয়ার বিষয়টিও অস্বীকার করেন তিনি।

আগামীকাল ‘তুমি আছো তুমি নেই’ ছবিটি দেশব্যাপী মুক্তি পাচ্ছে। এতে দীঘি ছাড়াও আরো অভিনয় করেছেন আসিফ ইমরোজ, সুব্রত চক্রবর্তী, অমিত হাসান, শবনম পারভীন প্রমুখ।