আশিক সরকারের নতুন ওয়েব ফিল্ম “অনিয়ম”

আবারো নতুন ওয়েব ফিল্মে খলনায়ক চরিত্রে অভিনয় করছেন এই সময়ের আলোচিত অভিনেতা আশিক সরকার। নির্মাতা মামুন খানের পরিচালনায় নতুন এই ওয়েব ফিল্মের নাম "অনিয়ম" ইতিমধ্যে ওয়েব ফিল্মের শুটিং সম্পূর্ণভাবে শেষ হয়।
গল্পটিতে সমাজের ঘটে যাওয়া অনিয়মের ঘটনা গুলো তুলে ধরা হয়েছে।গল্পটিতে দেখা যাবে খুন-গুম ,চাঁদাবাজি ,জমি দখল, অসামাজিক সকল কর্মকাণ্ড আশিক সরকারের দ্বারা পরিচালিত হয়।
এই অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ায় একজন সৎ সাহসী সর্বহারা স্কুল মাস্টার এবং অনিয়ম সৃষ্টিকারী ও সহযোগীদের পতন ঘটে।পতন ঘটা ঘটনাটি অনেকটা অন্যরকম ভাবে দেখানো হয়েছে গল্পটিতে সেটা জানা যাবে ওয়েব ফিল্মটা মুক্তি পাবার পর। আশিক সরকার ছাড়াও এই ওয়েব ফিল্মে অভিনয় করছেন মামুন খান সাইজ আজাদ, আসিফ তাজ, ফজলে রাব্বী তানিয়া রিধি , জান্নাত সিঁথি, শরিফ আল দীন, ফরহাদ ঠাকুর, ফারদিন খান, জাহাঙ্গীর আলম ও আরো অনেকে। প্রযোজনা সরকার মিডিয়া, চিত্রগ্রহণ নাহিয়ান বেল্লাল।
সহকারি পরিচালকের দায়িত্বে রয়েছেন রাসেল ও আদর