ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


শিখা খানের সোনাবন্ধুরে আসছে


১ ডিসেম্বর ২০২০ ০৬:৪৯

ফাইল ছবি

নতুন মিউজিক ভিডিওতে চমক নিয়ে আসছে বর্তমান সময়ের হার্টথ্রব মডেল শিখা খান। চলতি সপ্তাহেই ইউটিউবে মুক্তি পাবে মিউজিক ভিডিওটি। ইতিমধ্যে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করে বেশ আলোচনায় এসেছেন নতুন এ মডেল তারকা।

জানা যায়, জেএসআর দেশি ফিল্ম মিডিয়ার ব্যানারে মিউজিক ভিডিওতে সোনাবন্ধুরে নামের গানটিতে কণ্ঠ দিয়েছেন নাইমুল হাসান। পরিচালনা করেছেন লিটন হাসান। মিউজিক ভিডিওতে শিখার পাশাপাশি জসিম নামের একজন মডেল থাকছেন।

শিখা খান বলেন, মিউজকি ভিডিওতে কাজ করার মধ্যে এটিও অন্যতম। গানটিও চমৎকার। দর্শকদের ভালো লাগবে। দর্শকদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে আরো ভালো কাজ করতে চাই।