ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে শিখা খান


১৬ নভেম্বর ২০২০ ২০:৪৯

ছবি- সংগৃহিত

বর্তমান সময়ের মডেল ও অভিনেত্রী শিখা খান। যে তার অভিনয় দিয়ে পাঠকের মন জয় করে নিয়েছে। সম্প্রতি তিনি ঢাকার পুবাইলের বিভিন্ন লোকেশনে শেষ করলেন মহিন খানের পরিচালিত `অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর’ নাটক। নাটকটি প্রযোজনা করছেন আনন্দ টিম ও চিত্র গ্রহনে সিরাজ খান। এখানে একটি ভালো চরিত্রে দেখা যাবে এই মডেলকে।

এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হায়দার আলী ,মহিন খান ,সোহেল রানা ,কবিতা ও প্রহর সরকারসহ আরো অনেকে। এই নাটক সম্পর্কে জানা যায় , এতে তুলে ধরা হয়েছে বর্তমান সময়ে নাটক প্রাঙ্গনের নানা চিত্র। নানা হাসি ঠাট্টার মাঝে শেষ হয় নাটকটি।

এ ব্যাপারে কথা হয় মডেল শিখা খানের সাথে তিনি বলেন ,নাটকটিতে কাজ করে আমার খুব ভালো লাগছে। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই এই নাটকের পরিচালক মহিন খান ভাইয়াকে। যিনি আমাকে এমন একটি নাটকে কাজ করার সুযোগ দিয়েছেন। আর আমার যারা ভক্ত তারা অবশ্যই নাটকটি দেখবেন। আর দর্শকরা আমার জন্য দোয়া কোরবান আমি যেন আপনাদের আরো ভালো কাজ উপহার দিতে পারি। আপনারা আমার নাটক দেখলে তবে আমার অভিনয় সার্থক হবে।