সময়ের অভাবে প্রেম করছেন না মিমি

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় টালিউড অভিনেত্রী এবং তৃণমূল সংসদ সদস্য মিমি চক্রবর্তী বলেছেন, ‘ব্যস্ততার জন্য প্রেম জোনের বাইরে আছি। ওই জোনে ঢোকার সময় নাই। সারাদিন বাসা ও অফিসের বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। শুট ও অফিস ডিউটি, পেপার সাইন ইত্যাদি কাজে সময় কাটে। তাই প্রেমের পার্ট ডিলিট হয়ে গেছে।’ সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দকে দেয়া এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন মিমি।
মিমি বলেন, ‘আমি খুব গোছানো মানুষ। কেউ কিছু ফেলে গেলে আমি তুলে ডাস্টবিনে রাখি। কোথাও ধুলো দেখলে রাত ২টা হোক কিংবা ৩টা, আমি পরিষ্কার করি।’ তিনি আরও বলেন, ‘নারীকে স্বাধীন হতে হবে। কারও ওপর নির্ভর হওয়া উচিৎ না। কোনো কিছুর ব্যাপারে রুখে দাড়াতে হলে, সাহায্য করতে হলে তারকা কিংবা পলিটিকাল ব্যাকগ্রাউন্ডের দরকার নাই। আমি ছোট থেকে প্রতিবাদী। পরিবারের থেকে এই শিক্ষা পেয়েছি।’