ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


হঠাৎ আইসিইউতে সঞ্জয় দত্ত, রিপোর্টে যা জানালো


৯ আগস্ট ২০২০ ১৭:২০

শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইর লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। ভর্তির পরেই তাকে নেয়া হয় হাসপাতালের আইসিইউতে।

গতকাল শনিবার (৮ আগস্ট) সঞ্জয়ের প্রিয়া দত্ত জানান, কিছুটা শ্বাসকষ্ট অনুভব করলে সঞ্জয়কে নিয়মিত পরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়। হাসপাতালে সঞ্জয়ের করোনা পরীক্ষাও করা হয়েছে। সেখানে তার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই তাকে সাধারণ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার সন্ধ্যায় লীলাবতী হাসপাতালে নেয়া হয় ৬১ বছর বয়সী সঞ্জয়কে। আজকের মধ্যে সঞ্জয়ের শরীরের অবস্থার উন্নতি হলে আগামীকাল সোমবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে হবে বলে জানিয়েছে প্রিয়া। তিনি বলেন, ‘আমরা তাকে আজকে হাসপাতালেই রাখতে চাই। কারণ অনেক টেস্ট আছে, সেগুলো পুরোপুরি করাতে সময় প্রয়োজন। তবে ডাক্তার জানিয়েছেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন, সোমবারে তাকে ছাড়পত্র দেয়া হবে।’ এদিকে বিশ্বে চলমান লকডাউনে পরিবার থেকে দূরে মুম্বাইয়ে অবস্থান করছেন ‘মুন্না ভাই’ খ্যাত এই অভিনেতা। সঞ্জয়ের স্ত্রী এবং ২ সন্তান লকডাউনে দেশের বাইরে আটকা পড়েছে। তাই মুম্বাইয়ে একাই বাস করছেন সঞ্জয়।