ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


ভারতীয় সিনেমার আইটেম গানে সানাই


৪ আগস্ট ২০২০ ১৬:৫৯

দেশের গণ্ডি পেরিয়ে ভারতের মালায়লাম সিনেমাতে কাজ করেছেন দেশের আলোচিত সমালোচিত তারকা সানাই মাহবুব। ঢাকাই সিনেমায় নাম লিখিয়ে আলোচনায় আসেন সানাই। সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্ট ও মিউজিক ভিডিওতে কাজ করে দেশজুড়ে চলে আসেন আলোচনায়।

মালায়লাম সিনেমাতে কাজ করার বিষয়ে সানাই জানিয়েছেন, মালায়লাম সিনেমাটির নাম ‘ব্রাহ্মণকৃষ্ণা’। এই ছবিতে আইটেম গানে নাচ করেছেন তিনি। তিনি বলেছেন, ‘এতে আমি একটা আইটেম গানে পারফরম্যান্স করেছি। গানটা গেয়েছেন ভারতের গায়ক মহালক্ষ্মী আইয়ার। গানটিতে আমাকে একটা পুরনো বাড়িতে নাগিন বেশে নাচতে দেখা যাবে।

জানা গেছে, চরম রগরগে কিছু দৃশ্যে তার বিপরীতে মালায়লাম নায়ক উপেন্দ্রকিশোরকে দেখা যাবে। সানাই আরও বলেন, সম্প্রতি ভারতের কেরালায় গানের কাজ শেষ করে ঢাকায় ফিরেছি। সিনেমাটি পরিচালনা করেছেন সেন পাল। আশা করি সিনেমাতে আমার আইটেম গানে পারফরম্যান্স ভারতের দর্শকরা পছন্দ করবেন।