ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


করোনা নিয়ে হাসপাতালে ভর্তি ঐশ্বরিয়া-আরাধ্যা


১৮ জুলাই ২০২০ ২০:৪৮

এবার হাসপাতালে ভর্তি হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্যা। করোনায় আক্রান্ত হয়ে ছিলেন আগেই। বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন। তবে শুক্রবার (১৭ জুলাই) রাতে তাদের মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

এরপরই টিনশেল টাউনে জল্পনা শুরু হয়ে গিয়েছে। দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ার ফলেই কি তাদের হাসপাতালে ভর্তি করা হল, উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, আগেই করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। গত শনিবার তারা করোনায় আক্রান্ত হন। রবিবারে ঐশ্বরিয়া ও তার মেয়ের রিপোর্ট পজিটিভ আসে।