আবারো বিয়ে করছেন নিখোঁজ শখ!

একটা সময় নাটক বিজ্ঞাপন সব জায়গাতেই ছিলো ছিলো শখের পদচারণা। কিন্তু অভিনেতা নিলয়ের সঙ্গে প্রেমের বিয়ের পর পরই পাল্টে যান তিনি। আর বিয়ের এক বছরের মাথায়ই ডিভোর্স হওয়ার পর অভিনয়েও অনিয়মিত হয়ে পড়েন এই পুরান ঢাকার মেয়ে এবং তারপর একপ্রকার নিখোঁজ ই হয়ে যান।
তবে করোনার সময় নতুনভাবে খোঁজ মিলেছে শখের। সবাই যখন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত এবং সংক্রমণ থেকে বাঁচতে ঘরে বসেই সময় পার করছেন তখন বাতাসে উড়ছে মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখের দ্বিতীয় বিয়ের গুঞ্জন।
বিগত কয়েকদিন যাবৎ টিভিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এই সুন্দরীর বিয়ের খবর। খোঁজ নিয়ে জানা গেল, অনেকদিন ধরেই এক ব্যবসায়ী যুবকের সঙ্গে প্রেম করছেন শখ। তার গলাতেই বিয়ের মালা দিয়েছেন তিনি।
কিন্তু এ বিষয়ে নিশ্চিত হতে অভিনেত্রী আনিকা কবির শখের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। এমনকি শোবিজে এই অভিনেত্রীর কাছের মানুষেরাও এ ব্যাপারে নিশ্চিত করে কোনো তথ্য দিতে পারেননি। তাই সবাই অপেক্ষা করছেন শখ নিজেই হয়তো বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।