শাহরুখকে কাঠগড়ায় তুললো প্রয়াত অভিনেতার স্ত্রী!

এবার নেপোটিজম নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতা ইন্দর কুমারের স্ত্রী পল্লবী। তিনি এদিন এই বিষয়ে সরাসরি অভিযোগ করেছেন প্রযোজক করণ জোহর ও শাহরুখ খানের বিরুদ্ধে।
পল্লবী জানিয়েছেন যখন তার স্বামীর হাতে কাজ ছিল না তখন এই দুটি মানুষ আশ্বাস দিয়েও পরে মুখ ফিরিয়ে নিয়েছিলেন।
এদিন ইন্দরের পত্নী জানিয়েছেন, ‘মৃত্যুর আগে পর্যন্ত বলিউডে কাজের জন্য হন্যে হয়ে ঘুরছিলেন ইন্দর। মাঝে করণ জোহরের সঙ্গে দেখা করতে গিয়ে দু’ঘন্টা তার ভ্যানিটি ভ্যানের বাইরে দাঁড়িয়ে ছিলেন। তারপর করণ তাকে ডেকে বলেন তার জন্য এই মুহূর্তে কোনও কাজ নেই তবে পরবর্তী সময়ে কাজ থাকলে তার ম্যানেজার ডেকে পাঠাবেন তাকে।
তারপর ১৫ দিন বাদে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের সঙ্গে কথা বলতে চাননি করণ জোহর।’
বলিউডে নেপোটিজম নিয়ে যে ঘটনা আসতে শুরু করেছে তার বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়া হোক, এমনটাই দাবি করেছেন প্রয়াত অভিনেতার স্ত্রী। বলিউডে একাধিক ছবি ও টেলিভিশনের ধারাবাহিকে কাজ করতে দেখা গিয়েছে ইন্দরকে। ২০১৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা।
এদিন তার স্ত্রী পল্লবী শাহরুখকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, ‘আমরা কাজের জন্য জিরো ছবির সেটে শাহরুখের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু কোনও কাজ নেই বলে খালি হাতেই ফিরতে হয়। তখন শাহরুখের প্রযোজনা সংস্থার তরফ থেকে আশ্বাস দেওয়া হয় কাজ থাকলে ডাকা হবে কিন্তু পরে আর কোনও যোগাযোগ করা হয়নি। এমনকি শাহরুখের ম্যানেজার তাদের ফোন নম্বর ব্লক করে দেন।’