ঈদেও ব্যস্ততা নেই মোশাররফ করিমের

‘শুধু আমাদের দেশই নয়, পুরো পৃথিবীতে অস্থিরতা বিরাজ করছে। পরিবেশ সুস্থ হলে আর বেঁচে থাকলে অভিনয় করা যাবে। এটা নিয়ে এখনই কিছু ভাবছি না।’—বিকল্প উপায়ে শুটিংয়ে ফেরা প্রসঙ্গে এসব কথা বলেন সময়ের দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
বছর জুড়েই ব্যস্ত সময় কাটে মোশাররফ করিমের। কাজের এতটাই চাপ থাকে যে নিজের পরিবারকেও ঠিকমতো সময় দিতে পারেন না। আর ঈদের সময়ে শ্বাস ফেলারও যেন সময় পান না এই শিল্পী। কিন্তু করোনার তাণ্ডবে গত ১৮ মার্চ থেকে ঘরবন্দি রয়েছেন। বই পড়ছেন, পরিবারের সঙ্গে সময় কাটছে তার। প্রায় দুই মাসের ঘরবন্দি জীবনে বিশেষ কাজে দুই দিন বাইরে বের হয়েছিলেন। এদিকে দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর, কিন্তু তার হাতে এখনো অখণ্ড অবসর।
প্রতি ঈদে মোশাররফ করিম অভিনীত অনেক নাটক-টেলিফিল্ম বিভিন্ন টেলিভিশন চ্যানেল প্রচার করে থাকে। একক নাটকের পাশাপাশি একাধিক নাটকের সিক্যুয়েল নির্মিত হয়। কিন্তু এবার কোনো সিক্যুয়েল প্রচার হবে না। তবে লকডাউনের আগে যেসব নাটকের শুটিং শেষ করেছিলেন, সেখান থেকে বেশ কিছু নাটক বিভিন্ন টেলিভিশনে প্রচার হবে বলে জানিয়েছেন এই অভিনেতা।