ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


জানা গেল নুসরাতের বাবার করোনা টেস্টের ফল


১৭ এপ্রিল ২০২০ ১৯:১৮

ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের বাবা শাহজাহান কয়েকদিন ধরেই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। গত রোববার (১২ এপ্রিল) রাতে প্রচণ্ড জ্বর নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয় নুসরাতের বাবাকে। ভর্তির সময় তার জ্বরের সাথে শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল বলে জানা যায়।

ভর্তির পরদিন সোমবার নুসরাতের বাবার লালারসের নমুনা টেস্ট করা হলে রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়। এরপরই সরকারি নির্দেশিকা মেনে এই নায়িকার মা ও বোনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। নুসরাতের বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের রোগী। সেই কারণেই জ্বরের ওষুধ কাজ করছিল না, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু করোনা পরীক্ষার পর রিপোর্ট পজেটিভ আসায় বাবা ও পরিবারকে নিয়ে দুশ্চিন্তায় আছেন নায়িকা। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।