অভিনেত্রী ভাবনার পরিবার মওকুফ করলো বাড়ি ভাড়া

করোনা ভাইরাসের কারণে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির খবর আসছে। আর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয় তো আছেই। এরমধ্যে নিজেদের ভাড়াটিয়াদের জন্য সুখবর দিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব ও মা রেহানা হাবিব। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেন, চলতি মাসে ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া নেওয়া হবে না।
ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব জানান, রাজধানীর হাজারীবাগ এলাকায় তাদের ৬ তলা ভবনে ছয়টি পরিবার ভাড়া থাকেন। বর্তমান পরিস্থিতিতে মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না। অনেকের আর্থিক সংকটও দেখা দিচ্ছে। ফলে তাদের মার্চ মাসের ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি রাজধানীসহ সারা দেশের বাড়িওয়ালাদের এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান। যারা ভাড়া বাসায় থাকেন সে পরিবারগুলোর মুখে যেন হাসি থাকে এ সংকটের সময়েও।
এর আগে শেখ শিউলি হাবিব ও মুহিব রহমান নামের দুই বাড়িওয়ালাও তাদের ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করে দেন। এরমধ্যে শিউলি হাবিব এক মাস এবং মুহিব রহমান দুই মাসের ভাড়া মওকুফ করে দেন।
বিআর