চলচ্চিত্র অভিনেত্রী নাসরিন গুরুতর অসুস্থ

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ নাসরিন গুরুতর অসুস্থ। তিনি হাসপাতালে ভর্তি আছেন। দীর্ঘদিন ধরেই পেটে টিউমার সমস্যায় ভুগছিলেন নাসরিন। সেটি এখন অনেক বড় হয়ে গেছে। ফলে চিকিৎসকরা বলেছেন, দুই এক দিনের মধ্যেই অপারেশন করাতে। এ ব্যাপারে নাসরিন বলেন, আমার শারীরিক অবস্থা ভালো নেই। অপারেশন করতে হবে। সেটি দুই এক দিনের মধ্যে। কয়েক ব্যাগ রক্তও দেয়া হয়েছে। শরীরে আরও রক্তের প্রয়োজন। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহর রহমতে যেন সুস্থ হয়ে উঠি।
নাসরিন কৌতুক অভিনেতা দিলদারের সঙ্গে জুটি বেঁধে দারুণ জনপ্রিয়তা পান। এরপর নানামুখি চরিত্রে অভিনয় করে নিজেকে মেলে ধরেন। একজন নৃত্যশিল্পী হিসেবেও তার সুনাম রয়েছে।
নতুনসময়/আইকে