ঢাকা বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২


সমুদ্র সৈকতে বিপাশার জন্মদিন


৮ জানুয়ারী ২০২০ ০৫:২১

খাতায় কলমে ৪১-এ পা দিলেন বঙ্গ তনয়া বিপাশা বসু। আর তার জন্মদিনে মন ছুঁয়ে যাওয়া বার্তা ইনস্টাগ্রামে পোস্ট করলেন তার স্বামী অভিনেতা করণ সিং গ্রোভার। ‘শুভ জন্মদিন আমার ডার্লিং সুইট লিটল বাম্বি পাই মাঙ্কি প্রিনসেস! প্রার্থনা করি সারা দুনিয়ার খুশি, ভালোবাসা ও সাফল্য তোমার কাছে ধরা দিক। ঠিক আজকের মতোই আলোকজ্জ্বল থাকো সারা জীবন। তুমি আমাদের সবার জন্যে ঈশ্বরের আশীর্বাদ। বিশেষ করে আমার জন্যে। একই সঙ্গে বিপাশার দুটি ছবিও পোস্ট করেন করণ। বিপাশা অবশ্য তার জন্মদিনে কোনও হইহুল্লোড় নয়, বরং স্বামীর সঙ্গে একান্তে সমুদ্র সৈকতে সময় কাটানোকেই প্রাধান্য দিয়েছেন।

আজকের দিনটি কোন স্থানের একটি সমুদ্র সৈকতে কাটানোরই ঘোষণা দিয়েছেন নায়িকা। সঙ্গে থাকেবন শুধুমাত্র করণ। নিজের জন্মদিনের কেকটিও সমুদ্র সৈকতে কাটবেন তিনি।

নতুনসময়/আইকে