ঢাকা শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


চলে গেলেন শাকিব খানের দেহরক্ষী হারুন


৬ জানুয়ারী ২০২০ ০২:২০

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের দীর্ঘদিনের দেহরক্ষী হারুন অর রশিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর গ্রিনরোডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাকিবের দেহরক্ষী হারুনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শাকিবের মেকআপ আর্টিস্ট সবুজ খান। তিনি বলেন, যতদূর জানি ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন হারুন। চিকিৎসা চলছিল। এর পাশাপাশি তার শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে হারুন ভাই মারা যান। জানা যায়, হারুনের গ্রামের বাড়ি কুমিল্লাতে।

সেখানে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে। ঢাকা থেকে হারুনের মরদেহ কুমিল্লাতে নিয়ে যাওয়া হয়েছে। শাকিব খানের দীর্ঘদিনের দেহরক্ষী ছিলেন হারুন অর রশিদ। সবসময় তিনি এ নায়কের নিরাপত্তায় নিয়োজিত থাকতেন। দেহরক্ষী হারুনের মৃত্যুর সংবাদে ভেঙ্গে পড়েছেন শাকিব খান। তিনি বলেন, হারুন ছিল আমার একজন কাছের মানুষ। বলতে গেলে আমার জন্য নিবেদিত একজন মানুষ ছিল সে। শুটিং ও ব্যক্তিগত চলাফেরায় সে সবসময় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতো। আমি তাকে আমার পরিবারের সদস্যই ভাবতাম। তার এত দ্রুত চলে যাওয়া আমার জন্য ভীষণ কষ্টের। হারুনের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

নতুনসময়/আইকে