ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


নতুন চমক নিয়ে আসছে সানি লিওন


২৬ অক্টোবর ২০১৯ ০৫:৫৪

ফাইল ফটো

নতুন চমক নিয়ে হাজির হলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। আথিয়া শেট্টি ও নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ছবি ‘মতিচোর চাকনাচোর’ এ দেখা যাবে তাকে। তবে বড় কোনও চরিত্রে অভিনয় করছেন না তিনি। ছবি মুক্তির আগেই বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে ‘বাত্তিয়া বুঝাদো’ শিরোনামের নামের এই আইটেম গানটি। বরাবরের মতো এখানেও আবেদনয়ী লুকে দেখা যাচ্ছে সানিকে। তবে তিনি একা নন, তার ছন্দে নাচতে দেখা যাচ্ছে নওয়াজউদ্দিনকেও। কুমারের লেখা এই গানে সুর দিয়েছেন রামজি গুলাটি। বরং নওয়াজের সঙ্গে একটি গানের দৃশ্যে দখা যাচ্ছে তাকে। 

গানটি গেয়েছেন জ্যোতিকা ট্যাংরি এবং রামজি নিজে। নওয়াজ এবং আথিয়া ছাড়াও এই ছবিতে দেখা যাবে বিভা চিব্বর, নভনি পারিহার, বিবেক মিশ্র, করুণা পান্ডে, সঞ্জীব ভ্যাটস, অভিষেক রাওয়াত, সপ্না সাঁন্ড এবং ঊষা নাগর। আগামী ১৫ই নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। আর এ ছবির অন্যতম চমক হিসেবে সানি লিওনের গানটি থাকছে। তিনি বলেন, এ গানটি শুনে এত ভালো লেগেছিলো বলে বোঝাতে পারবো না। তাছাড়া আয়েজনটাও বড় ছিলো। সব মিলিয়ে এটা দর্শকদের ভালো লাগবেই।

নতুনসময়/এসএম